ইসলামী ব্যাংক থেকে ৯১৮ কোটি টাকা আত্মসাৎ: সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে মুনাফাসহ ৯১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আহসানুল আলম দেশের আলোচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের (এস আলম) পুত্র।
মঙ্গলবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা আত্মসাৎ করেছেন। এই অর্থের সঙ্গে মুনাফাসহ মোট আত্মসাতের পরিমাণ দাঁড়ায় ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা।
এজাহারে আরও বলা হয়েছে, আসামিরা বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস এবং প্রকৃতি গোপন করতে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে অর্থপাচার করেছেন।
দুদক জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী তদন্ত শুরু হবে এবং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।