কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি অনিক ও সম্পাদক চ্যালেঞ্জ

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আতিকুর রহমান অনিক এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শেখ হাফিজ চ্যালেঞ্জ।
মঙ্গলবার বিকেলে এক বছরের জন্য আংশিক এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা বলে গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্র থেকে চিঠি দিয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আগের কমিটির বিলুপ্ত ঘোষণা করে। এরপর থেকে ছাত্রলীগের কোনো কমিটি ছিল না কুষ্টিয়ায়।