ইসি গঠনে নাম প্রস্তাব করছে রাজনৈতিক দলগুলো

ইসি গঠনে নাম প্রস্তাব করছে রাজনৈতিক দলগুলো

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের সুপারিশ করে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করেছে রাজনৈতিক দলগুলো। তবে এখন পর্যন্ত কয়টি এবং কোন কোন রাজনৈতিক দল নাম প্রস্তাব করেছে এবং ব্যক্তিগতভাবে কেউ নিজের নাম প্রস্তাব করেছেন কি না- তা সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি।

জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম বলেন, নাম আসতে শুরু করেছে। কিন্তু এখন পর্যন্ত কয়টি দল নাম পাঠিয়েছে, সেটা বলা ঠিক হবে না। কারণ পরে সংখ্যাটা ঠিক হবে না। তবে বৈঠকের পর জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

এদিকে গত রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে প্রায় তিন ঘণ্টার ওই বৈঠকে কমিটির সদস্য হাই কোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

সভায় বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। সেজন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে সিইসি ও নির্বাচন কমিশনার পদের জন্য নামের প্রস্তাব চাইবে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন সার্চ কমিটি।

পরে এদিন রাতেই নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নাম প্রস্তাব করতে বলেছে সার্চ কমিটি। গত ৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিমের স্বাক্ষরে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনে বর্ণিত যোগ্যতা অনুযায়ী যোগ্য দশজন ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবে প্রত্যেক দল। আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে সেই তালিকা সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়া বা ইমেইল (gfp_sec@cabinet.gov.bd)করা যাবে। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে কেউ আগ্রহী হলে তিনিও নিজের নাম প্রস্তাব করতে পারবেন। তাদেরও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে মন্ত্রিপরিষদ বিভাগে।

সার্চ কমিটির পরবর্তী বৈঠকের বিষয়ে জানতে চাইলে শফিউল আজিম বলেন, ৬ সদস্যের ছোট কমিটি। তাই যেকোন সময় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। অর্থ্যাৎ সার্চ কমিটির সভাপতি ফোন করে যখন বৈঠকের কথা বললেন, সেই সময়েই বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ৫ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্য নাম সুপারিশ করবেন। সেই নাম থেকে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি। আর সেই ইসির পরিচালনায় পরবর্তী সাধারণ নির্বাচন হবে।