ভাষা সৈনিক নাফিসা কবীর মারা গেছেন

ভাষা সৈনিক নাফিসা কবীর মারা গেছেন

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার এবং চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের বোন ভাষা সৈনিক নাফিসা কবীর মারা গেছেন।

সোমবার যুক্তরাষ্ট্রে তার মৃত্যু হয় বলে স্বজনদের সূত্রে জানা গেছে। বাহান্নোর ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী নাফিসার বয়স হয়েছিল ৯০ বছর।

নাফিসার ভাগ্নি সংসদ সচিবালয়ের উপ-সচিব লাবণ্য আহমেদ গণমাধ্যমকে বলেন, নিউমোনিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের মিজৌরি রাজ্যের সেন্ট লুইস শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় (বাংলাদেশ সময়) তিনি মারা যান।

মৃত্যুকালে নাফিসা কবীর চার মেয়ে, এক ছেলে রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া নাফিসার স্বামী ডা. এম এ কবীর আগেই মারা যান।

হাবীব উল্ল্যা ও সুফিয়া খাতুনের জ্যেষ্ঠ মেয়ে নাফিসা পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।

তার ভাইদের মধ্যে বড় ছিলেন শহীদুল্লা কায়সার। তিনিসহ জহির রায়হান ও জাকারিয়া হাবিব মারা গেছেন। ওবায়দুল্লাহ মিয়াজী চৌধুরী ও সাইফুল্লাহ চৌধুরী যুক্তরাষ্ট্র প্রবাসী। বোনদের কেউই এখন বেঁচে নেই।