ঈদুল আযহার বিশেষ টেলিফিল্ম- ‘ঘুন মিয়ার মেঘ’

ঈদুল আযহার বিশেষ টেলিফিল্ম- ‘ঘুন মিয়ার মেঘ’

ঈদুল আযহার বিশেষ টেলিফিল্ম ‘ঘুন মিয়ার মেঘ’। আসছে শুধুমাত্র মাছরাঙা টেলিভিশনের পর্দায়  ঈদের ৬ষ্ঠ দিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে।

‘ঘুন মিয়ার মেঘ’ টেলিফিল্মটির নির্মাতা সুব্রত সঞ্জিব ভোরের আলোকে জানান, ঘুন খুব সাধারণ ঘরের অসহায় একটি ছেলে। এই পৃথিবীতে আপন বলতে শুধু্ই মা। মা অসুস্থ্য প্যারালাইজডের রোগী। মায়ের মুখে একমুঠো খাবার তুলে দিতে স-মিলে কাজ করে ঘুন। পেটের দায়ে স-মিয়ে কাজ করলেও গাছের প্রতি ঘুন’র খুব মায়া। তার কাছে গাছ হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু।

যখন মানুষের পাশে কেউ থাকেনা তখন থাকে শুধু গাছ। সে যদি পারতো স-মিলের কাজ ছেড়ে দিতো। কিন্তু মায়ের ওষুধের জন্য তার টাকার দরকার।তাই বাধ্য হয়ে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করছে।গাছ ভালোবেসেও নিজের হাতে বাধ্য হয়েই কাটতে হচ্ছে। 

ওই গ্রামেই বসবাস করে জাবেদা নামের একটি মেয়ে। মা মরা মেয়েকে নিয়ে বাবার চিন্তার শেষ নেই। জাবেদার বিয়ের জন্য বাবা হন্য হয়ে ছেলে খুজে বেরাচ্ছে। ঘুন এবং জাবেদা খুব ছোটো সময় থেকেই একজন আরেক জনকে পছন্দ করে। তবে জাবেদার থেকে ঘুন বেশি পছন্দ করতো গাছ পালা। সময় পেলেই রাস্তার পাশে তাল গাছ, খেজুর গাছ, নারিকেল গাছ লাগাতে ব্যস্ত হয়ে পরতো। জাবেদাকে যদিও সে কোনো দিন বলেনি ভালোবাসার কথা। ও দিকে জাবেদাও তার গায়ের চাপা বর্ন নিয়ে ঘুনের সামনে ভালোবাসার কথা প্রকাশ করতে চায়নি। ঘুনের গাছের প্রতি অতিরিক্ত ভালোবাসা, জাবেদার গায়ের বর্ন তাঁদের জীবনে কি মোর নিতে যাচ্ছে, অবশেষে এর পরিনতি কি এই নিয়েই গল্প ‘ঘুন মিয়ার মেঘ’।

টেলিফিল্ম এ সুব্রত সঞ্জিবে’র পরিচালনায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ এবং মৌসুমী হামিদ। অন্যান্যর মধ্যে খায়রুল আলম, পাপিয়া জেসমিন, মিন্টু কর, আসাদ ডিউক, মনির জামান, সাঈদ,সুকান্ত অপি,শাহজাদা কবির শুভ অভিনয় করেছেন।

টেলিফিল্মটির প্রধান সহকারী পরিচালক শাহজাদা কবির শুভ জানান, অসাধারণ শিক্ষামূলক গল্প নিয়ে আমাদের এই কাজ। দর্শক শুকাঙ্কাখিদের টেলিফিল্মটি দেখার জন্য অনুরোধ করবো। এছাড়া আমাদের এই সুন্দর কাজটি পিছনে যারা ছিলেন তাদের স্মরণ করতেই হয়। টেলিফিল্মটির প্রযোজনা করেছেন মনির জামান। অসাধারণ ভাবে ক্যামেরা চালিয়েছেন (চিত্রগ্রহন)  মীর হান্নান। সহযোগী পরিচালকের দ্বায়িত্বে ছিলেন যারিন অদিতি আমার সহোযোদ্ধা।টেলিফিল্মটির শিল্প নির্দেশনা দিয়েছে  সুকান্ত অপি, মাহফুজ মুয়াজ, তানভির, মেহেদী। পোষাক ডিজাইন ছিলেন সিরাজুল ইসলাম সজীব।

‘ঘুন মিয়ার মেঘ’ টেলিফিল্মটি মুনস্টার মাল্টিমিডিয়া প্রযোজনায় একটি অগ্রগামী প্রোডাকশন হাউজ নির্মান।