উজিরপুর উপজেলার ৬টি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটি গঠন

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৬টি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উজিরপুর উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাহাবুবুর রহমান ইমন (সোহেল) ও যুগ্ম আহবায়ক মো. মাইনুল ইসলাম (কিরন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
গত ১৭ অক্টোবার উজিরপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এক সভা শেষে কমিটি প্রকাশ করা হয়।
উপজেলার শোলক ইউনিয়ন, বামরাইল ইউনিয়ন, শিকারপুর ইউনিয়ন, ওটরা ইউনিয়ন, বড়াকোঠা ও সাতলা ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন।
শোলক ইউনিয়নের মো. আনোয়ার হোসেন মেবুলকে আহবায়ক এবং মো. জালাল আহমেদ কে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি, বামরাইল ইউনিয়নের মো. সবুজ মোল্লাকে আহবায়ক এবং মনিরুজ্জামানকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি দেয়া হয়। শিকারপুর ইউনিয়নের মো. ছালেক সরদারকে আহবায়ক ও লিটন রাঢ়িকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়েছে। ওটরা ইউনিয়নের মো. আব্দুল সালাম ব্যাপারীকে আহবায়ক এবং মো. মামুনুর রশীদ মামুনকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি দেওয়া হয়েছে। বড়াকোঠা ইউনিয়নের মাইনুল ইমলাম কীরনকে আহবায়ক ও মো. আনোয়ার হোসেন ঘরামীকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি দেয়া হয়। এছাড়া সাতলা ইউনিয়নের মো. আউয়ুব আলী মোল্লাকে আহবায়ক ও মো. এসহাক বালীকে সদস্য সচিব করে ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে।
উজিরপুর উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাহাবুবুর রহমান ইমন (সোহেল) জানিয়েছেন, উজিরপুর উপজেলার ৬ ইউনিয়নের কৃষকদলের এই কমিটি আগামীতে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত চলমান থাকবে। আগামীতে কৃষক দলের নেতাকর্মীদের সুসংগঠিত করে ওয়ার্ড কমিটি গঠন করাসহ দলের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।