বরিশালে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপে খুশী রোগীরা

গত ২৪ ঘন্টয় নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩জন। এই সময়ের মধ্যে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১১৭জন।
রোববার দুপুর পর্যন্ত হাসপাতালে ১৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে পুরুষ ১০৩জন, মহিলা ৪০ এবং ৪৩ জন শিশু।
গত ১৬ জুলাই থেকে গতকাল রোববার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২১৫ জন। এই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে এক হাজার ২৫ জন। ৪ জন মারা গেছে। এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতাসহ হাসপাতাল কর্তৃপক্ষের নানা পদক্ষেপে খুশী রোগীরা। তারা এই কার্যক্রম আরো জোরদার করার দাবি জানিয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার পরিছন্ন করা হচ্ছে। এ ছাড়া মশক নিধন এবং ওয়ার্ডগুলো নিয়োমিত পরিষ্কার রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেঙ্গ আক্রান্ত রোগী ভর্তির সঙ্গে সঙ্গে পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে। সবমিলে ডেঙ্গু ব্যবস্থাপনায় ত্রুটি নেই।