উজিরপুরে ওয়ার্কার্স পার্টির নেতা মঞ্জুর আলম বহিষ্কার

উজিরপুরে ওয়ার্কার্স পার্টির নেতা মঞ্জুর আলম বহিষ্কার

বরিশালের উজিরপুর উপজেলার ওয়ার্কার্স পার্টি কমিটির সদস্য মঞ্জুর আলমকে বহিষ্কার করা হয়েছে। সুত্রে জানা যায়  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদে যোগদান করায় তাকে ওয়ার্কার্স পার্টির নেতা সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

গত ৫ আগষ্ট শনিবার বিকেল ৪ টায় বরিশাল ফকির বাড়ি রোডস্থ  বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু'র সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে ওয়ার্কার্স পার্টির উজিরপুর উপজেলা কমিটির সদস্য মঞ্জুর আলমকে বহিস্কার করা হয়েছে।