চাখারে মামলার স্বাক্ষী হওয়ায় ঘরে আগুন দেয়ার অভিযোগ
বানারীপাড়া চাখারে মামলার স্বাক্ষী হওয়ায় ঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়াগেছে।ঘটনাটি উপজেলার চাখার ইউনিয়নের বড় বৈৎসর গ্রামে ২৯ মে রাত পৌনে ২টায় ঘটেছে বলে জানা যায়।
অভিযোগ সুত্রে জানাগেছে ২৪ মে ঈদের নামাজের স্থান নির্ধারনকে কেন্দ্র করে ওই এলাকার বড় বৈৎসর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি মারধরের ঘটনা ঘটে।
ওই ঘটনার মামলার প্রত্যক্ষ স্বাক্ষী হয়েছেন মৃত আঃ জব্বারের ছেলে মোঃ বিপ্লব।মামলার আসামীরা বিপ্লব পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন বলে জানান।তারই ধারাবাহিকতায় ঘটনার রাতে রান্না ঘরে আগুন দিয়ে বসত ঘর পুড়িয়ে দেয়ার চেষ্টা চালায়।
এ ব্যাপারে বিপ্লবের ভাই হেমায়েত হোসেনের স্ত্রী মোসাঃ সাহিদা বেগম বাদী হয়ে হাইয়ান আকনের ছেলে মাসুম বিল্লাহ(২৭),মৃত নাজিম উদ্দিনের ছেলে মহিয়ান(৫২),আবু সুফিয়ান ইরান(৪৫),মিজান আকন(৫০) , মহিয়ানের ছেলে নাইম(২৩) সহ অজ্ঞাত আরো ৫/৬ কে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার রাতে ওই ঘরে থাকা প্রতক্ষদর্শী সাহিদা বেগম জানান উল্লেখিত বিবাদীরা আমাদের ঘরের পাশে আসিয়া আমার দেবর বিপ্লবকে উদ্যেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।আমি জানালা খুলিয় বৈদ্যুতিক আলোয় দেখি যে বিবাদীরা বিল্পব ঘরে আছে ভাবিয়া তাকে বের হতে বলে। আমি যখন বলি বিপ্লব ঘরে নাই তখন আগুন জ্বালাইয়া দিলেই সব বের হয়ে যাবে বলে হুমকি দিয়ে আমাদের মারার উদ্যেশ্য রান্না ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে উল্লাস করে চলে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রান্না ঘর পুড়ে যাওয়ার রহস্য উদঘটনের চেষ্টা করছে।