উজিরপুরে ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক আত্মহত্যা

বরিশাল উজিরপুরের গাজিরপারে সোমবার (১৭ই আগষ্ট) আজ সোমবার বেলা ১১টায় বড়াকোঠা ইউপি দফাদর তোতা মিয়ার ছেলে ইমাম হোসেন (২০) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের শিক্ষার্থীর নিজ ঘরে সিলিংয়ে ঝুলে আত্মহত্যার ঘটনা ঘটেছে। উজিরপুর মডেল থানা কর্তৃপক্ষ জানান, প্রেম সংক্রান্ত কারনে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
ঘটনার বর্ননায় জানা যায়, সোমবার (১৭ই আগষ্ট) সকাল ৯টায় স্থানীয় মাধ্যমিকের এক ছাত্র প্রতিদিনের মত ইমাম হোসেনের কাছে প্রাইভেট পড়তে আসে। ইমাম হোসেন তার শরীর ভাল না বলে ওই ছাত্রকে দু’দিনের ছুটি দেন। একজন প্রতিবেশী জানান, সকালে ইমাম হোসেনকে তার ঘরের দক্ষিন পাশের খাল পাড়ে মোবাইলে কথা বলতে আর কান্না করতে দেখা যায়। সকাল ১০.৩০টার সময় তার চাচা শাহালম মোল্লা ফ্রিজে গরুর দুধ রাখার জন্য ঘরের সামনে এসে ডাকডাকি করে কেউকে খুজে পাননি। পরে তিনি ঘরের দক্ষিন পাশে গিয়ে তাকিয়ে দেখেন ঘরের দরজা হালকা চাপানো এবং ঘরের ভিতরে কেউ একজন ঝুলছেন। পরে ওই চাচা দরজা খুলে ইমাম হোসেনকে ঘরের সিলিংয়ে রশির সাথে ঝুলতে দেখে চিৎকার করে উঠলে বাড়ির অন্যান্য লোকজন দৌড়ে ছুটে আসে। পরে উজিরপুর মডেল থানায় আত্মহত্যার বিষয়ে সংবাদ জানালে থানা পুলিশ এসে তদন্ত করেন।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, ইডেন কলেজের ইংরেজী বিভাগের শিক্ষার্থী রংপুরের মেয়ে হাবিবার সাথে ইমাম হোসেনের এ্যাফেয়ার ছিল এবং প্রেম সংক্রান্ত কারনে ইমাম হোসেন আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, ইমাম হোসেনের ফেসবুক প্রোফাইলে আত্মহত্যা বিষয়ক একটি কভার ফটো ও প্রোফাইল ফটো দেখা যায় এবং গত দিন (১৬ই আগষ্ট) ইমাম হোসেনের ফেসবুক প্রোফাইলে ‘আল-বিদা????’ লিখিত একটি পোষ্টও দেখা যায়।
ইমাম হোসেনের বাল্যবন্ধু মিরাজ আহমেদ ডায়মন্ড জানান, ইমাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। হাবিবা ইডেন কলেজের ইংরেজী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ঘটনার পর থেকে হাবিবাকে মোবাইলে পাওয়া যাচ্ছে না।