উজিরপুরে নির্মাণাধীন সেতুর দুই গার্ডার নদীতে নিমজ্জিত

উজিরপুরে নির্মাণাধীন সেতুর দুই গার্ডার নদীতে নিমজ্জিত

বরিশালের উজিরপুরে ৫০ কোটি টাকা ব্যয়ে কঁচা নদীর উপর নির্মাণাধীন একটি সেতুর গার্ডার স্থাপনের সময় দুটি গার্ডার নদীতে পড়ে গেছে। এঘটনয় একজন শ্রমিক আহত হয়েছে। তবে এ ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে দাবি করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল কর্তৃপক্ষ।
গতকাল শনিবার দুপুর ২টার দিকে ক্রেনের সাহায্যে গার্ডার তুলতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে।

অপরদিকে নদীতে পড়ে যাওয়া গার্ডার দুটো রিজেক্ট করে সেখানে নতুন গার্ডার নির্মাণের জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন। 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি উজিরপুরের সাতলা চৌমোহনী পয়েন্টে কঁচা নদীর উপর ৪০৫ মিটার দীর্ঘ একটি পিসি গার্ডার সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওটিবিএল নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই সেতু নির্মাণের দায়িত্ব পায়। চলতি বছর সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া কথা রয়েছে। 

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর শেখ, রুহুল আমিন ও মাছুম হাওলাদার জানান, গতকাল দুপুর ২টার দিকে বিকট শব্দে নির্মাণাধীন সেতুর দুটি গার্ডার নদীতে পড়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত একজন শ্রমিক আহত হয়। দুটি গার্ডার নদীতে পড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নি¤œমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণের কারণে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা তাদের। 

ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল এর প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ মনিরুল ইসলাম জানান, প্রতিটি পিলারের মাঝে ৪৫ মিটার করে ৫টি গার্ডার স্থাপন করা হয়েছিল। সেতুর মাঝ বরাবর ক্রেনের মাধ্যমে একটি গার্ডার সরাতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ২টি গার্ডার নদীতে পড়ে যায়। এটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। 

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, সেতু নির্মাণে কোন অনিয়ম হয়নি। গার্ডার এক জায়গায় তৈরি করে তারপর পিলারের উপর স্থাপন করতে হয়। লিফটিং-শিফটিংয়ের সময় এমন দুর্ঘটনা ঘটতেই পারে। দুটি গার্ডার পিলারের উপর স্থাপনের সময় সংশ্লিষ্টদের ভুলে নদীতে পড়ে গেছে। ওই গার্ডার দুটি রিজেক্ট করে দেয়া হয়েছে। ঠিকাদারকে নতুন গার্ডার নির্মাণ করে সেখানে স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। ওই গার্ডারের বিলও পরিশোধ করা হয়নি বলে নির্বাহী প্রকৌশলী জানান।