উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙন থেকে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দাশেরহাট বাজার সহ আশপাশের এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গুঠিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় কয়েক শ’ নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন। দাশেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দুলাল খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ইউপি সদস্য হানিফ মোল্লা, শহিদুল ইসলাম, মনির হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য আনোয়ারা বেগম, শাহানাজ পারভীন ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা। 

বক্তারা বলেন, সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে ওই ইউনিয়নের ৬ টি গ্রামের বাড়িঘর, কৃষি জমি, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, পানের বরজ, দাশের হাট বাজারের একাংশসহ প্রায় ৬০০ একর জমি বিলীন হয়ে গেছে। সরকারি পদক্ষেপ না নেয়ায় ভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্তরা বিভিন্ন এলাকায়, আশ্রয়কেন্দ্রে এবং বেরীবাধে আশ্রয় নিয়েছে। সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্তরা মানবতার জীবন যাপন করছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেয়া না হলে মানচিত্র থেকে গুঠিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দাশেরহাট বাজার, হানুয়া, আশোয়ার, বান্না, রৈভদ্রাদী, নিত্যানন্দী ও কমলাপুর গ্রাম হারিয়ে যাবে। তারা অবিলম্বে সন্ধ্যা নদীর ভঙন প্রতিরোধের জন্য সরকারের কাছে দাবি জানান।