সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে মহিলা পরিষদের আলোচনা সভা

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে মহিলা পরিষদের আলোচনা সভা

বরিশালে যৌতুক বাল্যবিবাহ, যৌন নিপীড়ন, ধর্ষণ, সাইবার ক্রাইম মাদক পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণনারী- পুরুষের সাথে আলোচনা সভা হয়।  

বুধবার ২৯ সেপ্টেম্বর  বিকাল ৫ টায় বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার লিগ্যাল এইড উপ-পরিষদের উদ্যোগে শ্রীনাথ চ্যাটার্জীলেনস্থ নিজস্ব কার্যালয়ে “ যৌতুক বাল্যবিবাহ, যৌন নিপীড়ন, ধর্ষণ, সাইবার ক্রাইম মাদক পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণনারী- পুরুষের সাথে আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল জেলা শাখার কার্যকরী কমিটির সদস্য শিউলী সাহা ।

সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী। আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, ব্লাস্ট এর কো-অডিনেটর এড. সাহিদা তালুকদার, কার্যকরী কমিটির সদস্য খাদিজা বেগম, সদস্য জ্যো¯œা বেগম । আলোচনা সভায়  বিভিন্ন পাড়া কমিটির সদস্য ও সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহ- সাধারণ সম্পাদক প্রতিমা সরকার ।