করোনায় অসহায় কুকুরদের খাবার দেয় জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের পশুপ্রীতির কথা সবাই জানেন। জয়ার পোষা কুকুর ‘ক্লিওপেট্রা’ তো বেশ জনপ্রিয়। এই নন্দিত অভিনেত্রী এবার রাস্তাঘাটের অসহায় কুকুরদের পাশে এসে দাঁড়ালেন। করোনাভাইরাসের কারণে মানুষ ঘরবন্দী থাকায় রাস্তার কুকুরগুলো প্রয়োজনীয় খাবার পাচ্ছে না। জয়া আহসান রাস্তার এই কুকরদের খাবার খাওয়াচ্ছেন।
জয়ার ইংল্যান্ড প্রবাসী ভাই অদিত মাসুদ বেশ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। যেখানে দেখা যায়, ঢাকার রাস্তায় মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে পরম মমতায় অসহায় কুকুরগুলোকে খাবার দিচ্ছেন জয়া।
অদিতের পোস্টে জানা গেছে গত ৫ দিন ধরে জয়া কাজটি করছেন। প্রায় ২৫ থেকে ৩০টি কুকুর প্রতিদিন জয়ার দেওয়া খাবার খাচ্ছে। তাদের ভাত ও মুরগির মাংস মেখে দেওয়া হচ্ছে। সঙ্গে দেওয়া হচ্ছে খাবার পানি। জয়াকে দেখে আরও অনেকে এগিয়ে আসবে এ প্রত্যাশা অদিতের।