এই বিশ্ব ৫৮০ বছরেও যে চন্দ্রগ্রহণ দেখেনি

এই বিশ্ব ৫৮০ বছরেও যে চন্দ্রগ্রহণ দেখেনি

৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ দেখার স্বাক্ষী হচ্ছে বিশ্ববাসীর। এত বছরেও এমন চন্দ্রগ্রহণ দেখেনি কেউ। শুক্রবার বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই আংশিক চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাচ্ছেন।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, চন্দ্রগ্রহণের সময় লাল রঙ ধারণ করবে চাঁদ। এর স্থায়ীত্ব হবে প্রায় তিনঘণ্টা ২৮ মিনিটি।

সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে তখনই চন্দ্রগ্রহণ হয়। সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে। এ সময় চাঁদ কমলা রঙ দেখায়। নাসা বলছে, গ্রহণকালে পৃথিবীর বায়ুম-লে যত বেশি ধুলো বা মেঘ থাকবে, চাঁদ তত লাল বা কমলা রঙ দেখাবে। এবারের চন্দ্রগ্রহণের সময় চাঁদের প্রায় ৯৭ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

চন্দ্রগ্রহণ উত্তর আমেরিকার পাশাপাশি দক্ষিণ আমেরিকা, পূর্ব অস্ট্রেলিয়া এবং উত্তর-পূর্ব এশিয়ার বড় অংশে দৃশ্যমান হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বছরে দ্বিতীয় ও সর্বশেষ চন্দ্রগ্রহণ এটি। প্রথম দেখা যায় ২৬ মে। এছাড়া, চলতি বছর আরও একবার সূর্যগ্রহণ হবে ডিসেম্বরে। সূত্র: আনাদোলু এজেন্সি, বিবিসি