এমটিবি টিসিবিডি ১ম ইনফরমেটিভ অলিম্পিয়াড’১৯ অনুষ্ঠিত হয়েছে। ১ মাস ব্যাপি শুরু হওয়া এই অলিম্পিায়াডে ২০০০ জন স্কুল শিক্ষার্থীর মধ্যে চুড়ান্ত পর্বে ৪৭০ জন শিক্ষার্থীর মধ্যে ১ম, ২য়, ৩য় সহ মোট ১৩ জন কে এক কালীন শিক্ষাবৃত্তি প্রদান এবং ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৯ টায় বরিশাল এ.কে স্কুল অডিটোরিয়ামে এমটিবি টিসিবিডি ১ম ইনফরমেটিভ অলিম্পিয়াড’১৯ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালে জেলা প্রশাসক জনাব এস.এম অজিয়র রহমান।
টিসি বিডির উপদেষ্টা দিপু হাফিজুর রহমানের সভাপত্বিতে এবং থিঙ্কিং চেঞ্জের সভাপতি মোসাদ্দেক বিল্লাহ হাসিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরণ, জেলা প্রবেশন সমাজ সেবা অফিসার সাজ্জাদ পারভেজ, সহঃ অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, এনডিএফ বিডির মহাসচিব এ্যাড তামজিদ হাসান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আঞ্চলিক সমন্বায়ক ড. বাহাউদ্দিন গোলাপ, এ্যাড সৈয়দ গোলাম মাসউদ বাবলু, একে স্কুলের প্রধান শিক্ষক এইচ.এম জসিম উদ্দিন এবং বিডিএর মহাসচিব মোঃ মেহিদি হাসান শুভ।
“মেধাই সম্পদ, সৃজনশীলতাই সমৃদ্ধির সোপান” এই স্লোগানে আয়োজিত এই অলিম্পিয়াডের প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামির ডিজিটাল বাংলাদেশ গড়ার কারীগর। এবং এরাই জাতির জনকের সপ্ন পূরনে অগ্রনী ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন এই ধরনের মেধা বিকাশের সৃজনশিল আয়োজনে তিনি তার সহযোগীতা অব্যহত রাখবেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ এর সহযোগীতায় এই অলিম্পিয়াডের স্ট্রাটিজিক পার্টনার ছিলো বরিশাল ডিবেট এসোসিয়েশন বিডিএ।