নতুন নোট বিনিময় বৃহস্পতিবার থেকে
বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন টাকার নোট বিনিময় শুরু হবে বৃহস্পতিবার (১ আগস্ট)। চলবে পুরো সপ্তাহ।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) সাঈদা খানম জানান, প্রতিবছর ঈদের আগে গ্রাহকদের মধ্যে নতুন নোট বিতরণ করা হয়।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখা থেকেও একই সময় ধরে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না। তবে নোট উত্তোলনের সময় কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনও মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন