ও.... দূরবাসী

আকস্মিক তুমি এলে
আমার গোছালো জীবনে
দুঃখী আর বিরহী মনে
দাগ ফেলতে গভীর প্রত্যয়ে।
মনেহয় বড়বেশি অবেলা যদিও
তথাপিও তোমার উপস্থিতি
মোটেও মন্দ না।
ভীষণ রুচিসম্মত আর
অনুপ্রেরণাময় তোমার অনুভব
আমার দুঃখী আর বিলাসী
প্রাণকে নেপথ্য হতে
করতে শুরু করল সুখী।
বুঝতে পারলাম
শুদ্ধতার আদরে সুখ
নসিব হলে মন কতটা হয় তৃপ্ত!
ধন্যবাদ তোমায়,অভিনন্দন ও।
এক জীবনের পথচলায়
জানিনে তুমি আর
কি কি দানে করবে
বাধিত অদূর ভবিষ্যতে!
ভালো পারিনে বলতে
তবে এপর্যন্ত যা যতটুকু
দিলে তাতে আমি
ধন্য জেনে নাও
ও.... দূরবাসী!
তোমায় ভালোবাসি - এরচেয়ে
বড় কোন সত্য নাই
আমার জীবনে,
তব তুমি কতটা হবে আমার জানিনে!