কন্টিনেন্টাল কুরিয়ারের বরিশাল বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম আর নেই

কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের বরিশাল বিভাগীয় প্রধান ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর বটতলা এলাকার নিজ বাসায় ঋদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুগগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাদ এশা নগরীর বটতলা জামে মসজিদ চত্ত্বরে অ্যাডভোকেট রফিকুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ মুসলিম গোরস্থানে দাফন করা হয়। মরহুমের একমাত্র জামাত আমেরিকা প্রবাষী ফিরোজ আল আমিন পলাশ এই তথ্য নিশ্চিত করেছেন।