কবি সুকান্ত ছিলেন শোষিত মানুষের পথপ্রদর্শক: উদীচী-বনা

কবি সুকান্ত ছিলেন শোষিত মানুষের পথপ্রদর্শক: উদীচী-বনা

কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন শোষিত, বঞ্চিত নিপিড়িত মানুষের পথপ্রদর্শক। সুকান্ত ভট্টাচার্য দিকভ্রান্ত মানুষের ঠিকানার সন্ধান দিয়েছেন। তিনি অতি সাধারণ বিষয়কে মানুষের বাস্তব জীবনের উপজীব্য করে তুলেছেন তাঁর লেখনিতে। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য একযোগে আওয়াজ তোলার কথা বলে গেছেন তিনি তার কবিতায়।

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম দিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের উদীচী ভবনে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে আলোচা ও সাংস্কৃতিক অনুষ্ঠোনের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটক।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুকান্ত ভট্টাচার্য তাঁর রানার কবিতার মাধ্যমে শোষ বঞ্চনার চিত্র তুলে ধরেছেন। একটি দিয়েশলাইয়ের কাঠি কবিতা দিয়ে আঘাত হেনেছেন শোষকদের বিরুদ্ধে, পূজিবাদের বিরুদ্ধে। একই সঙ্গে তিনি সদ্যজাত শিশুর জন্য পৃথিবীকে বাসযোগ্য করে যাবার অঙ্গীকারের কথা বলেছেন। যা আজো বিশ্বে অতি অধুনিক কবিতার বক্তব্য হিসেবে স্বীকৃত সমাসাময়িক বিষয়। তিনি বাংলাদেশকে ১৮ বছরের যুবকের সঙ্গে তুলনা করেছেন। কারণ তিনি জানতেন ১৮ মানে হার না মানা যৌবন। যে যৌবন দিয়ে যুদ্ধ জয় করা সম্ভব। একটি যৌবনদীপ্ত পৃথিবী দেখতে চেয়েছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসসের সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও আইনজীবী মানবেন্দ্র বটব্যাল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুনশী, বরিশাল নাটকের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য আজমল হোসেন লাবু, জাতীয় রবীন্দ্র সঙ্গীত পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক সুখেন্দু শেখর সরকার, বরিশাল নাটকের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহা, বর্তমান সাধারণ সম্পাদক পার্থ সারথি, উদীচী বরিশালের সাধারণ সম্পাদক  স্নেহাংশু বিশ্বাস।

পরে আবৃত্তি ও সংগীত পরিবেশন করে উদীচী ও বরিশার নাটকের শিল্পীকর্মীরা।