করোনা জয় করলেন ফেরদৌস ওয়াহিদ

বেশকিছুদিন আগে জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। তখন প্রথমবার টেস্টে তার করোনা নেগেটিভ এলেও দ্বিতীয় টেস্টে তার শরীরে মহামারি ভাইরাসটি পাওয়া যায়। মাঝে অবস্থা কিছূতা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল ৫ দিন।
অবশেষে করোনা মুক্ত হয়েছেন খ্যাতনামা এই সংগীতশিল্পী। ১১ দিন পর তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তবে এখনো পুরোপুরি সুস্থ নন। এমন তথ্য জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদের সহযোগী মোশাররফ আজমি।
তিনি বলেন, উনি (ফেরদৌস ওয়াহিদ) এখন করোনা মুক্ত। তাই গত ১ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। কিন্তু এখনো তিনি পুরোপুরি সুস্থ নন। খুব বেশি কথা বলতে পারেন না, কাশি হয়। আবার খাবার খাচ্ছেন অল্প। তবে আগের চেয়ে তিনি এখন অনেকটা ভালোর দিকে, টুকটাক হাঁটাচলা করছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগসহ বার্ধক্যজনিত বেশ কয়েকটি রোগে ভুগছেন তিনি। চার দশকেরও বেশি সময় ধরে গান করে আসছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কিংবদন্তি এই গায়ক। গান করার পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’, ‘তুমি-আমি যখন একা’ প্রভৃতি উল্লেখযোগ্য।