করোনা টিকা নিলেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ

করোনা টিকা নিলেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ

করোনা প্রতিরোধক টিকা নিয়েছেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ । 

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল ৩টায় নগরীর সদর রোডের এনেক্স ভবনে ইমামদের উপস্থিতিতে করোনা প্রতিরোধক টিকা গ্রহন করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টিকা গ্রহনকালে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, প্রথম ধাপে নগরীর ২০ হাজার মানুষকে টিকা দানের লক্ষ্যমাত্রা ছিলো। সেখানে ২৫ হাজার মানুষ টিকা নিয়েছে। নগরবাসীর টিকা নিশ্চিত করার পর তিনি নিজেও গতকাল টিকা নিয়েছেন। সুস্থ থাকতে সকল নগরবাসীকে টিকা নেয়ার জন্য আহ্বান জানান মেয়র।