করোনা: হটলাইনে সাড়ে তিন হাজার কল

করোনা: হটলাইনে সাড়ে তিন হাজার কল

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হটলাইনে প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তি ফোন করেছেন। নিজেদের করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেছে, এমন ৮৮ জনের রক্ত ও লালার নমুনা নিয়ে পরীক্ষার পর আইইডিসিআর তাদের কারো শরীরে ভাইরাসের অস্তিত্ব পায়নি।

রোববার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্র্রিনা ফ্লোরা এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আইইডিসিআরের ভাইরোলজি ল্যাবরটরিতে সন্দেহজনক কোভিড-১৯ (করোনা) আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তবে কেউই করোনা ভাইরাসে আক্রান্ত হননি। অর্থাৎ দেশে এখনো কোনো করোনা আক্রান্ত পাওয়া যায়নি। এছাড়া বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর হয়ে আসা বিদেশি যাত্রীদের পরীক্ষা করেও কোনো করোনায় আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।

তিনি বলেন, ২১ জানুয়ারি থেকে আইইডিসিআর থেকে হটলাইন চালুর পর তিন হাজার ৪৪৪ জন ব্যক্তি কল করেছেন। এর মধ্েয প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রান্ত বিষয়ে কথা বলতে কল আসে দুই হাজার ৫২০টি। কোভিড-১৯ সংক্রান্ত সেবা গ্রহীতার সংখ্যা ১৩৫ জন। এর মধ্যে ৮৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর দেখা গেছে, কেউই কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হননি।