করোনায় অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ

করোনায় অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ

লকডাউনের কারণে আর্থিক সংকটে পড়া অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। 

সেল্ফ ডিপেন্ডেন্ট শিক্ষার্থী ও অস্বচ্ছল পরিবারের যেসব শিক্ষার্থীরা বরিশালে আটকে পড়েছে, বাড়িতেও যেতে পারছেনা আবার টিউশনি বন্ধ থাকায় আর্থাভাবে কষ্টে দিনযাপন করছেন এমন শিক্ষার্থীদের এককালীন সহায়তা দিচ্ছে আইন বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ যেখানে শিক্ষার্থীদের নিজস্ব তহবিল থেকে অর্থ সহায়তা দিচ্ছে সেখানে আইন বিভাগ তার বিভাগীয় আয় থেকে গত ১২ ই এপ্রিল থেকে অার্থিক সহযোগীতা করছে শিক্ষার্থীদের।

আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাদেকুর রহমান জানান, এই মহামারির সময় আমার কোন শিক্ষার্থী যেন অর্থাভাবে কষ্ট না পায়। আমরা বিভাগের নিজস্ব আয় ও ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সহায়তা করছি।শিক্ষার্থীদের আর্থিক সহায্যের দরকার হলে লজ্জা সংঙ্কোচ না করে

অবশ্যই যেন আমাদের সাথে যোগাযোগ করে।