করোনায় আক্রান্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দুই ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফ

গত ১ অক্টোবর থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে সামনে রেখে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছিল নবগঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে অনুশীলন শুরুর পর দলের দুই ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন।
এর আগে এশিয়া কাপ পিছিয়ে যাওয়ায় এবং দুজন ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফের করোনা উপসর্গ দেখা দেওয়ার পর অনুশীলন ক্যাম্প স্থগিত করা হয়। পরে তাদের পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।
এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'অনূর্ধ্ব-১৯ দলের তিন জনকে করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুইজন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফ। সবার পজিটিভ এসেছে। তাদেরকে আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে। '