বরিশালে রথযাত্রা উৎসব

বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ জুন বিকেলে নগরের ব্রজমোহন কলেজ রোডের রাধা শ্যাম সুন্দর মন্দিরে রথযাত্রার উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ।
সেখান থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে রথযাত্রা বের করা হয়। প্রতিবছর রথে করে বলদেব, সুভদ্রা ও জগন্নাথকে নিয়ে যাত্রা হলেও এবারে তিনটি ভিন্ন রথে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম রথে বলদেব, তারপর সুভদ্রা ও শেষে জগন্নাথ দেব রথযাত্রা করে।রথযাত্রাটি জেল খানার মোড় হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অমৃতাঙ্গনে এসে শেষ হয়। সেখানেই বলদেব, সুভদ্রা ও জগন্নাথদেবকে স্থাপন করা হয়।
এক সপ্তাহ পর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা বাদ্যযন্ত্রের তালে তালে সুসজ্জিত রথ টেনে উৎসব পালন করে। এতে মানুষের সমাগম হয়।এছাড়া নগরের সদর রোডের জগন্নাথ দেবের মন্দিরের উদোগেও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। রথযাত্রা চলা অবস্থায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।রথযাত্রা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক ছিল পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।