করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ফরহাদ মজহার

করোনায় আক্রান্ত হয়েছেন কবি ও ভাবুক ফরহাদ মজহার। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি খবরটি নিশ্চিত করেছেন লেখক ও নির্মাতা মোহাম্মদ রোমেল।
তিনি জানান, ১১ ডিসেম্বর জ্বর অনুভব করেন ‘ভাবান্দোলন’-খ্যাত ফরহাদ মজহার। ওই সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল আয়োজনে যুক্ত ছিলেন।
ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের বরাত দিয়ে রোমেল জানান, মঙ্গলবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ কবিকে। তার নিউমোনিয়াজনিত জটিলতা থাকলেও আগের তুলনায় ভালো আছেন।
বছর দু-এক আগেও ফরহাদ মজহার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর আরেকটি হাসপাতালে ভর্তি হন।
মোহাম্মদ রোমেল আরও জানান, ফরহাদ মজহারের পরিবারের অন্য সদস্যরা সুস্থ্য আছেন। তিনি পরিবারের পক্ষ থেকে এ বুদ্ধিজীবীর জন্য দোয়া চেয়েছেন।
ফরহাদ মজহারের জন্ম ১৯৪৭ সালের ৯ আগস্ট নোয়াখালীতে। চিন্তাবিদ, ঔষধশাস্ত্রবিদ, সামাজিক ও মানবাধিকার কর্মী এবং পরিবেশবাদী হিসেবে তার আন্তর্জাতিক পরিচিতি রয়েছে। রাজনৈতিক পরিসরে তার ভূমিকাও বেশ আলোচিত। লালন ও ইসলাম প্রশ্নে তার প্রস্তাবনা নানা সময়ের আলোচনার খোরাক হয়েছে।
ফরহাদ মজহারের লেখা অন্যান্য উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে জগদীশ, মোকাবিলা, গণপ্রতিরক্ষা, ক্ষমতার বিকার ও গণশক্তির উদ্বোধন, সাম্রাজ্যবাদ, রক্তের দাগ মুছে রবীন্দ্রপাঠ, সংবিধান ও গণতন্ত্র, তিমির জন্য লজিকবিদ্যা, মার্কস পাঠের ভূমিকা, ডিজিটাল ফ্যাসিবাদ, মার্কস ফুকো ও রুহানিয়াত, খোকন এবং তার প্রতিপুরুষ, আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে, কবিতার বোনের সঙ্গে আবার, ক্যামেরাগিরি ও এবাদতনামা।