করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৯৭৮

করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত ৯৭৮

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। ১৫ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন করে ৯৭৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৬৮৭ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জনে।

গত একদিনে আরও ১ হাজার ২১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।