করোনায় চীনের হাসপাতালগুলোতে ভয়াবহ পরিস্থিতি

করোনায় চীনের হাসপাতালগুলোতে ভয়াবহ পরিস্থিতি

করোনা রোগীর চাপে চীনের রাজধানী বেইজিংয়ের হাসপাতালগুলোতে শয্যার হাহাকার দেখা দিয়েছে। কেউ শুয়ে রয়েছেন হাসপাতালে মেঝেতে, কেউ অক্সিজেনের নল নাকেই বসে রয়েছেন হুইলচেয়ারে। অনেকে আবার স্ট্রেচারে।

বেইজিং জুড়ে হাসপাতালগুলোতে এমনই ভয়াবহ ছবি উঠে আসছে। চিকিৎসক এবং নার্সদের উপর চাপ ভয়ানক বাড়ছে। রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোর নাজেহাল অবস্থা।

অনলাইনে ফাঁস হওয়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। তবে, কোভিড পরিস্থিতির আসল ছবি গোপন করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।

একটি ব্রিটিশ স্বাস্থ্য সংস্থা কয়েক দিন আগেই দাবি করেছিল, চীনে প্রতি দিন কোভিডে মৃত্যু হচ্ছে ৯ হাজার। আক্রান্তের সংখ্যাও ভয়াবহ আকার নিয়েছে। চীনের এই পরিস্থিতির জন্য দায়ী ওমিক্রনের দুটি উপরূপ বিএ. ৫.২ এবং বিএফ.৭। বুধবার এক বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের ৯৭.৫ শতাংশই এই দু’টি উপরূপে আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চীন কোভিড সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করলেও সেই তথ্যে খামতি রয়েছে। তথ্য গোপন করার একটা প্রচেষ্টা চলছে। মৃত্যু সংখ্যাও কমিয়ে দেখাচ্ছে চীন। যখন শ্মশানগুলোতে মরদেহ দাহের জন্য বিশাল লাইন পড়ছে, এমন ছবি প্রকাশ্যে আসার পরেও চীন মৃত্যুর সংখ্যার যা হিসাব দেখাচ্ছে, তা বিশ্বাসযোগ্য নয় বলেই দাবি আন্তর্জাতিক মহলের।

সাধারণ জনগণের ব্যাপক বিক্ষোভের জেরে গত ডিসেম্বরে বিতর্কিত জিরো কোভিড নীতি থেকে সরে আসে চীনের সরকার। তারপর থেকেই করোনার সুনামি শুরু হয়েছে রাজাধানী বেইজিংসহ পুরো দেশজুড়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন, হাসপাতালগুলো করোনা রোগীদের ভিড়ে উপচে পড়ছে এবং অনেক ওষুধের দোকানে করোনার ওষুধের যোগান শেষ হয়ে গেছে।

গত ২৯ ডিসেম্বর মানুষের।যুক্তরাজ্যেভিত্তিক স্বাস্থ্যতথ্য গবেষণা সংস্থা এয়ারফিনিটি এক বিবৃতিতে জানিয়েছে, চীনে কোভিডজনিত অসুস্থতায় প্রতিদিন মৃত্যু হচ্ছে প্রায় ৯ হাজার।

চীনের বিভিন্ন বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন প্রদেশের হাসপাতাল ও শ্মশানগুলো উপচে পড়ছে আক্রান্ত রোগী ও মৃতদেহের ভিড়ে। এই আক্রান্ত ও মৃতদের প্রায় সবার বয়স ৬০ বছরের ‍ঊর্ধ্বে।

তবে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার বর্তমান এই সংক্রমণ পরিস্থিতির হালনাগাদ কোনো তথ্য প্রকাশ করছে না। দেশটির সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ২০২০ সালে মহামারির শুরু থেকে এ পর্যন্ত চীনে করোনায় মৃত্যু হয়েছে মোট ৫ হাজার ২৫৮ জনের।