করোনায় ডিএমপির পুলিশ পরিদর্শকের মুত্যু

করোনায় ডিএমপির পুলিশ পরিদর্শকের মুত্যু


প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম (৪৬)নামের এক পুলিশ পরিদর্শকের মুত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার চরবাকল গ্রামে।

তিনি আরও বলেন, পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।