ববির ওয়েবিনারে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ

ববির ওয়েবিনারে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর সংস্কৃতি ভাবনা’ শীর্ষক ওই ওয়েবিনারে প্রধান অতিথি হিসাবে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আহবায়ক সুপ্রভাত হালদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান ড. রহিমা নাসরিন।