৩ বছর আগে নির্মাণ হওয়া স্কুল নদীগর্ভে বিলিন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ২০১৭ সালে নির্মাণ হওয়া বিদ্যালয় ভবন মাত্র ৩ বছরের মধ্যে নদীগর্ভে বিলিন হয়ে গেছে। তীব্র নদী ভাঙনে জনসম্মুখে নদীতে বিলিন হলেও রক্ষা করার কোন সুযোগ ছিল না।
গত বুধবার বেলা ১১টা দিকে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরবগী চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দিনের বেলায় নদীর ভাঙ্গনে বিলীন হতে শুরু করে।
স্থানীয়রা জানান, চরবগী চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে আশপাশের গ্রামের শিশুদের পাঠদানে মুখরিত ছিলো। যদিও মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত কয়েকমাস ধরে পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে।
বাসিন্দা মো. বশিরুল হক ২০১৭ সালের আগে বিদ্যালয়টির কার্যক্রম স্থানীয় উদ্যোগে কোনরকম একটি টিনের ঘরে পরিচালনা করা হতো। ২০১৭ সালে নতুন নির্মাণ হওয়া দ্বিতল পাকা ভবনটি পেয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রামের মানুষ অনেক খুশি হয়। তখন পাশের নদীটি বহুদুরে ছিলো। এরপর গেলো ২ বছরে অব্যাহত ভাঙনে নদী বিদ্যালয় ভবনটির কাছাকাছি চলে আসে। গত মঙ্গলবার ভাঙনে ভবনটিকে গ্রাস করে নেয় নদী।
তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে ভাঙন থেকে রোধ করার জন্য বিদ্যালয় সংলগ্ন নদীতে বালুর বস্তাও ফেলা হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। চোখের সামনে বিদ্যালয় ভবন বিলীন হতে দেখা ছাড়া কারোই কিছু করার ছিলো না।