কলাপাড়ায় তেগাছিয়া ব্রীজ অপসারণ না করলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা

কলাপাড়ায় তেগাছিয়া ব্রীজ অপসারণ না করলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা


উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার সংলগ্ন পুরাতন লোহার ব্রীজটি তুলে না নেয়ায় নৌ-যান চলাচলে বড় ধরনের দূর্ঘটনার আশংঙ্কা রয়েছে। ঝুকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যাত্রিবাহী ও মালবাহী ট্রলার।পুরাতন ব্রীজটির সংলগ্ন ঐ নদীর ওপর আর একটি গার্ডার ব্রীজ নির্মান হলেও পুরাতন ব্রীজটির অধিকাংশ দুমরেমুছড়ে পড়েরয়েছে নদীর মধ্যেই। আর যে অংশ এখনও দাড়িয়ে আছে , যে কোন ট্রলার কিংবা নৌ-জানের ধাক্কায় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতেপারে। আরেকটি মধুখালী ব্রীজ ট্রাজেটির মত অঘটন ঘটেযেতে পারে অচিরেই ভাংঙ্গা ব্রীজটি অপসারণ না করলে। ছয় মাস আগে এই ইউনিয়নের মধুখালীর ঝুকিপূর্ন ব্রীজ টি ট্রলিসহ ভেংগেপড়ে মৃত্যু ঘটে এক জনের। এই ছয়মাস ধরে ডালবুগঞ্জ,পক্ষিয়াপাড়া, সাফাখালী,এলাকার ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এই ট্রলারগুলো তেগাছিয়া নদী হয়ে উপজেলা সদরের সাথে প্রতিদিন যোগাযোগ করে আসছে ঝুকির মধ্যে। 


এব্যাপারে মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জানান, এবিষয়ে উপজেলা পরিষদের মিটিংয়ে অবগত করা হয়েছে। অচিরেই ভাঙ্গা ব্রীজটির ব্যাপারে ব্যাবস্থা নেয়া হবে।উপজেলা প্রকৌশলী মোহাম্মাদ মোহর আলীর সাথে আলাপ করলে তিনি জানান,আমি এখানে নতুন এসেছি আলাপ করে ব্রীজটির অপসারনের ব্যাপারে ব্যাবস্থা নেব।