কলাপাড়ায় নৌকা উল্টে সিপিপি’র দল নেতা নিখোঁজ

কলাপাড়ায় নৌকা উল্টে সিপিপি’র দল নেতা নিখোঁজ

 ঘূর্ণিঝড় ‘আম্ফান’ শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে অগ্রসর হওয়ায় পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সাগর উত্তাল রয়েছে। সকালে কলাপাড়া উপজেলার ধানখালী সিপিপি’র ৬ নং ইউনিটের দল নেতা মো. শাহআলম  খালে নৌকা পারাপারের সময় পানিতে পড়ে নিখোজঁ হয়েছেন। এ সময় তার সাথে থাকা অপর তিনজন সাতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক জানান, ধানখালী ইউনিয়নের একটি খালে নৌকায় পারাপারের সময় উল্টে গিয়ে ৪ জন সিপিপি সদস্য পানিতে পড়ে যায়। এ সময় তিনজন সাতরে তীরে উঠতে পারলেও দল নেতা মো. শাহআলম নিখোঁজ রয়েছেন। শাহআলমের পায়ে গামবুট ও গায়ে জ্যাকেট ছিল তাই তিনি সাতরে তীরে উঠতে পারেনি বলে ধারণা করছেন ইউএনও। 

এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ৮টি উপজেলায় মোট ১০টি কন্ট্রোল রুম খোলায় হয়েছে। সিভিল সার্জনের পক্ষ থেকে সকলের ছুটি বাতিল করে ৩২৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মনিটরিং করার জন্য জেলায় খোলা হয়েছে ১টি কন্ট্রোল রুম। অভ্যন্তরীন রুটে সকল ধরনের নৌ যান চলাচল বন্ধ করেছে বিআইডাব্লিউটিএ।