তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে : ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুর আরেফিন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে মনে-প্রাণে ধারণ করতে হবে এবং তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
সোমবার শোকাবহ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু হল বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বঙ্গবন্ধু হল বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট আরিফ হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন ৭১ টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।
এসময় আরও বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মহসিন উদ্দিন, বঙ্গবন্ধু হলের সাবেক প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, শেরেবাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, প্রক্টর ড. খোরশেদ আলম, সহকারি অধ্যাপক বিজন কৃষ্ণ সাহা, শিক্ষার্থীদের মধ্যে রাজিব হাওলাদার প্রমুখ।
এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ সংযুক্ত ছিলেন।