কলাপাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ

কলাপাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় মো. ইয়াকুব খান (৫৩) নামের স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। রবিবার দুপুর ২ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত চেয়ারম্যান প্রার্থীর ভাতিজা ইমদাদ খান জানান, ঘটনার সময় তার চাচা ইয়াকুব খান নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ভোটারদের সাথে আলাপ-আলোচনা করছিল। এসময় ফারুক আল আমিন আরিফ সহ ৭/৮ জন তার উপর হামলা চালায়। খবর শুনে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মহিপুর থানার ওসি খন্দকার মো.আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, আগামী ১৫ জুন উপজেলার ধুলাসার এবং লতাচাপলী এ দু’টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।