বরিশালে বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সময়ের আলোর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সময়ের আলোর বরিশাল প্রতিনিধি এম. মোফাজ্জেল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সহ সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
সময়ের আলোর কলামিস্ট অরুপ তালুকদারের স্বাগত বক্তব্য ও সায়ন্তনী রাখীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিএমপি’র উপ পুলিশ কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভূইয়া বিপিএম (বার), বিএম কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর শ. ম. ইমানুল হাকিম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, গিয়াস উদ্দিন সুমন, অপূর্ব দাস অপু ও সময়ের আলোর বরিশাল প্রতিনিধি এম. মোফাজ্জেল।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক লোকমান হোসেন, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন চৌধুরী, এম মিরাজ হোসাইন, আল-মামুন, জাকির হোসেন, ত¤œয় কুমার নাথ, শাহীন সুমন, এম. সালাহউদ্দিন, আল আমিন জুয়েল, সাইদ পান্থ, মাসুদ রানা, কাইয়ূম আহম্মেদ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সময়ের আলোর তৃতীয় বর্ষ পূর্তিতে পত্রিকাটির সমৃদ্ধ কলেবরের প্রশংসা সাফল্য কামনা করেন।
তিনি বলেন, সঠিক সংবাদ দিয়ে ভালো মানের ডিজাইনের মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে সময়ের আলো। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে তথ্য ভিত্তিক সংবাদ দিয়ে দেশ ও জাতির কল্যানে এ পত্রিকাটি আরো ভূমিকা রাখবে।