পুলিশ জনগণ পরষ্পরের বন্ধু : পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

পুলিশ জনগণ পরষ্পরের বন্ধু : পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান


বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, পুলিশ জনগণ পরষ্পরের বন্ধু। বৃটিশ ও পাকিস্তান আমল থেকে পুলিশ সম্পর্কে জনগণের যে নেতিবাচক ধারণা হয়েছে সেটা নিরসন করতে বাংলাদেশ পুলিশকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। 

শনিবার বেলা ১১টায় নগরের কাউনিয়া থানা চত্ত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, বর্তমান পুলিশ নারী, শিশু ও জনবান্ধব পুলিশ। জনগণের দোড়গোড়ায় পুলিশের সেবা পৌছে দিতে বেশি বেশি তথ্য প্রয়োজন। সমাজ থেকে অপরাধ নির্মুলে পুলিশের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং নিরাপদ বরিশাল গ্রুপে অথবা বিভিন্ন স্তরের কর্মকর্তাদের কাছে পরিচয় গোপন রেখে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম-উল করিমের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উওর) ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।