কাল ৬টা থেকেই পদ্মা সেতুতে যান চলাচল শুরু

কাল ৬টা থেকেই পদ্মা সেতুতে যান চলাচল শুরু

বহুল প্রতিক্ষীত পদ্মা সেতুর উদ্বোধনের পালা শেষ। রবিবার সকাল থেকেই পদ্মা সেতুতে যানবাহন চলাচল করবে।

শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম এ কথা জানান।

তিনি জানান, রবিবার সকাল ৬টা থেকেই সব ধরনের যানবাহন সেতুতে উঠতে পারবে। সেজন্য সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

পদ্মা সেতু নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ থাকায় রোববার ভিড় হবে বলে ধরে নিচ্ছে সংশ্লিষ্টরা।

প্রকল্প পরিচালক শফিকুল বলেন, শুরুর দিন যানবাহন ব্যাপক চাপ হবে বলে আমরা ধারণা করছি। আমাদের টোলপ্লাজার কর্মীদেরও সেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করছি, তারা ভিড় সামলাতে পারবে। এছাড়া সেতু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্যও সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হল। এই ২১টি জেলার মাওয়া রুট ব্যবহারকারী বাসসহ যানবাহনগুলো এতদিন ফেরিতে পারাপার হত। এখন সেতুতে চলবে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে টোল দিয়ে প্রথম পদ্মা সেতু পার হন।