কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু

কাশিমপুর কারাগারে মো. আবু সায়েম নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে অসুস্থ হওয়ার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল আহাদ সিলেটের বিশ্বনাথ থানার নদার মালপাড়া এলাকার মৃত জমির আলী ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, ভোরে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় আব্দুল আহাদকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার বিরুদ্ধে সিলেটের কাফরুল থানায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তিনি ২০১৭ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার হাজতি নম্বর-১২৪/১৭।