কাশ্মীরের এখন শুধু ভারতের পতাকাই উড়ছে

বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর জম্মু-কাশ্মীর থেকে নামিয়ে ফেলা হলো অঞ্চলটির আলাদা পতাকাও। কাশ্মীরের সচিবালয়ে এখন শুধু ভারতের পতাকাই উড়ছে।
৩৭০ অনুচ্ছেদ থাকায় জম্মু-কাশ্মীর সচিবালয়ে ভারতের তেরঙা পতাকার সঙ্গে উড়ত কাশ্মীরের নিজস্ব পতাকাও। সেখান থেকে নামিয়ে ফেলা হয়েছে কাশ্মীরের পতাকা। এখন থেকে সাংবিধানিকভাবে ভারতের পতাকাই শুধু উড়বে শুধু।
ইন্ডিয়া টুডে, জি নিউজ, লাইভমিন্ট সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করে।
৫ আগস্ট ভারতের রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে জম্মু-কাশ্মীরে কঠোর সামরিক নিরাপত্তা জারি করা হয়।
দুই সাবেক মুখ্যমন্ত্রী, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীসহ গ্রেপ্তার করা হয় অন্তত ৪ হাজার মানুষকে। কারফিউ জারি করায় ইন্টারনেট সংযোগ এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ায় এখন পর্যন্ত কাশ্মীরের সঙ্গে পুরো বিশ্বের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।
জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে ১৯৪৯ সালে ভারতীয় সংবিধানে ৩৭০ ধারা যুক্ত করা হয়। এর ফলে জম্মু-কাশ্মীরের বাসিন্দারা দ্বৈত নাগরিকত্ব পেতেন। ছিল অঞ্চলটির নিজস্ব পতাকাও।
প্রতিরক্ষা, বিদেশ, অর্থ এবং যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে জম্মু-কাশ্মীরে হস্তক্ষেপের অধিকার ছিল না কেন্দ্রীয় সরকারের। এমনকি কোনো আইন প্রণয়ন করতে হলেও জম্মু-কাশ্মীর রাজ্যের মতামত নিতে হতো।
কেবল স্থায়ী বাসিন্দারাই ওই রাজ্যে সম্পত্তির মালিকানা, সরকারি চাকরি বা স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পেতেন। যা এখন বাতিল হয়ে গেছে।
৩৭০ ধারা অনুযায়ী কাশ্মীরের স্থায়ী বাসিন্দা কারা তা নির্ধারণ করার অধিকার ছিল রাজ্যটির বিধানসভার ওপরেই। সে অনুযায়ী বিশেষ সুবিধা ভোগ করতেন কাশ্মীরিরা।