কুমিল্লার ইউপি চেয়ারম্যানের করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম সরকার (৬৮) ।
এছাড়াও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন তিনি। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। রবিবার (১১ জুলাই) বেলা ১১টায় গৌরীপুর সরকারি কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো.শহিদুল ইসলাম শোভন জানান, গত সপ্তাহে চেয়ারম্যান আবুল হাসেম সরকারের করোনা পজিটিভ আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (১০ জুলাই) বিকেলে মারা যান তিনি।