কুমিল্লার টানা দুই জয়

সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে রীতিমতো উড়িয়ে দিল ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা দুই জয়ে আসরের শুরুটা করল তারা দুর্দান্ত।
বিপিএলে মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে বরিশালকে ৬৩ রানে হারিয়েছে কুমিল্লা। দুই ম্যাচের দুটিতেই জিতে ঢাকার প্রথম পর্ব শেষে শীর্ষেও তারা।
এদিন ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদুল ইসলামের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয় বরিশাল। ১৭.৩ ওভারেই ৯৫ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস।
নাহিদুল মাত্র ৪ ওভার বল করে ৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। দুটি করে উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম, তানভির ইসলাম ও করিম জিনাত।
বরিশালের পক্ষে নাজমুল ইসলাম শান্ত সর্বোচ্চ ৩৬ রান করেন। এ ছাড়া তৌহিদ হৃদয় ১৯ ও নুরুল হাসান ১৭ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রাতের ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমেছিল কুমিল্লা। দুই ওপেনার ক্যামেরুন ডেলপোর্ট ও মাহমুদুল হাসান জয় দারুণ শুরু এনে দেন দলকে।
ডেলপোর্ট ১৩ বলে ১৯ রান করে ফিরলেও জয় খেলেন ৩৫ বলে ৪৮ রানের ইনিংস। শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে করিম জিনাত ১৬ বলে অপরাজিত ২৯ রান করেন।
সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রানের পুঁজি পায় কুমিল্লা। বরিশালের পক্ষে ডোয়াইন ব্রাভো সর্বাধিক ৩ উইকেট নেন। সাকিব পেয়েছেন ২ উইকেট।
তিন ম্যাচ খেলা বরিশাল দ্বিতীয় হারের স্বাদ পেল। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে তারা।