কুষ্টিয়ার জেলা প্রশাসক করোনা আক্রান্ত

কুষ্টিয়ার জেলা প্রশাসক করোনা আক্রান্ত


কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিষয়টি আজ নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই তিনি সর্দি জ্বর অনুভব করলে শনিবার সকালে পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। বিকেলে জানতে পারেন করোনা পজিটিভ হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

ডিসি মো. আসলাম হোসেন ২০তম বিসিএসের কর্মকর্তা।