খালেদার ভুয়া জন্মদিন: মামলার অভিযোগ গঠন ২৫ ফেব্রুয়ারি

খালেদার ভুয়া জন্মদিন: মামলার অভিযোগ গঠন ২৫ ফেব্রুয়ারি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে জন্মদিন পালনের মামলায় অভিযোগ গঠন শুনানির তারিখ ফের পিছিয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক শুনানির জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি  নতুন দিন ধার্য করেন।
এই মামলায় অভিযোগ গঠনের জন্য গতকাল মঙ্গলবার শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এদিন তাকে আদালতে হাজির করা হয়নি। তাই অভিযোগ গঠনের জন্য নতুন এই দিন ধার্য করেছেন আদালত। 

২০১৬ সালের ৩০ আগস্ট ভুল তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছর দ-িত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি  থেকে কারাগারে আছেন। বর্তমানে অসুস্থ অবস্থায় তিনি কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।