গণতন্ত্র ফিরিয়ে তবেই রাজপথ ছাড়ব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘দেশ এখন গণতন্ত্রহীন। জনগণ সাংবিধানিক কোনো অধিকার ভোগ করতে পারছে না। মানুষের অধিকার ফিরিয়ে দিতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা রাজপথে নেমেছি। গণতন্ত্র ফিরিয়ে দিয়ে তবেই রাজপথ ছাড়ব।’
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, দেশের মানুষের জন্য রাজনীতি করে। অতীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া তা প্রমাণ করেছেন। বিএনপির মূলমন্ত্রই হল, ব্যক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড়।’
তিনি বলেন, ‘সরকার দাবি করে তারা নাকি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন। তারা কোন উন্নয়ন করছেন, যে উন্নয়নে গণতন্ত্র ভেসে যাচ্ছে? এভাবে একটি দেশ চলতে পারে না। এভাবে চলতে দেওয়া যায় না। তাই দেশের জনগণকে সঙ্গে নিয়ে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে, আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সে জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’
সংগঠনের সভাপতি এম হিরান উদ্দিন খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মামুন আহমেদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সমাজকল্যাণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও ব্যারিস্টার মীর হেলাল।