বরিশালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরিশালে বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ১৯ এপ্রিল সকাল ১০টায় বরিশাল নগরীর সোহেল চত্বরে জেলা কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের পার্টি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল জেলা কৃষক লীগের সভাপতি অ্যাড. সাইফুল আলম গিয়াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সহ-সভাপতি মজিবুর রহমান, জেলার সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, সদস্য সিদ্দিকুর রহমান আকন, সদস্য সালমা আক্তার প্রমুখ।
বক্তরা বলেন, বর্তমানে বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নয়নে সরকার ব্যাপক ভূমিকা রেখে চলছে। তাই সাংগঠনের নেতাকর্মীদের দলের প্রতি আরো আন্তরিক হতে হবে। এছাড়াও সামনে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে নৌকা প্রতীক জয়যুক্ত করতে কৃষকলীগ এর সকল নেতা কর্মীদের কাজ করতে হবে।