সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বরিশালের বানারীপাড়ায় একজনকে আটক করেছে র্যাব-৮। বৃহস্পতিবার সকালে ওই উপজেলার মহিষাপোতা এলাকা থেকে আটক করা হয় মো. কাওছার হোসেন নামে ওই যুবককে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বানারীপাড়া থানায় সোপর্দ করে র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে।
বিকেলে র্যাব-৮’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাওছার হোসেন নামে ওই যুবক ল্যাপটপ ও মোবাইলে ফেসবুকের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানিকর ছবি সংরক্ষণ ও দেশে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টির লক্ষ্যে বিভ্রান্তিমূলক পোষ্ট প্রচার করছিল। র্যাবের প্রাথমিকভাবে সে বিভ্রান্তিমূলক পোষ্ট শেয়ারের করার কথা স্বীকার করেছে।