গৌরনদীতে করোনায় মৃতদের স্মরণে বৃক্ষ রোপন অভিযান

‘সময় এখন প্রকৃতির’ শ্লোগান নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের স্মরণে এবার ‘কোভিড ট্রি’ নামে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছেন এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ৫ কিলোমিটার সড়কে বনজ ও ফলদ বৃক্ষ রোপনের মাধ্যমে ওই কর্মসূচি শুরু করেছেন। স্থানীয়রাও তার এই বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নেন।
শনিবার সকালে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া শরিফাবাদ ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিল্বগ্রাম পাকা সড়ক পর্যন্ত সড়কের দুইপাশে তাল, খেঁজুর সহ বিভিন্ন ফলদ গাছের চার রোপন করেন।
কর্মসূচির উদ্যোক্তা সৈকত গুহ পিকলু জানান, বাংলাদশে করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এই কোভিড ট্রি কর্মসূচির আওতায় ৫ কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন ফলদ গাছ রোপন করা হয়েছে। গাছগুলো স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবীদের পরিচর্যার দায়িত্ব দেয়া হয়েছে। এসব ফলদ গাছের ফলের সুফল ভোগ করবে স্থানীয় দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী।