গৌরনদীতে বাসন্তী পূজা উদযাপিত

বরিশালের গৌরনদীতে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত হয়েছে।
প্রায় দুইশত বছরের পুরনো ঐতিহ্যবাহী উপজেলার গোলারপাড় ঠাকুরবাড়ি সর্বজনীন শ্রী শ্রী বাসন্তী মন্দিরে সামাজিক দূরত্ব বজায় রেখে গত ১৭ এপ্রিল পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন এর মাধ্যমে বিজয়া দশমী মাধ্যমে সমাপ্ত হয়। সমাপনী দিনে গৌরনদী উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস তার সহধর্মিণী শম্পা সাহাসহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।